স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন: রাজধানী ঢাকার পোস্তগোলার ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুর্নীতি ও গোপনে ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২ আগস্ট ) সকাল ১১টার দিকে পোস্তগোলা রাজাবাড়ি ভাষা প্রদীপ স্কুলের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সাইদুর রহমান নূর ও স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মিলে নিজেদেের স্বার্থ হাসিলের জন্য কাউকে না জানিয়ে গোপনে নিজেদের ইচ্ছামত নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। সেই প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল করে পুনরায় জনসম্মুখে তফসিল ঘোষণা করে এলাকাবাসি ও অভিভাবকদের সাথে নিয়ে একটি সুন্দর নির্বাচনের দাবি জানান এলাকাবাসি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের না জানিয়ে তারা গত ২৮ জুলাই তারিখে গোপনে চুপিসরে নিজেরা ম্যানেজিং কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের না জানিয়ে তারা নিজেদের লোকজন নিয়ে সিলেকশন নির্বাচন করতে চায়। আমরা এলাকাবাসী কে সাথে নিয়ে এই নির্বাচন স্থগিতের জন্য জোর দাবি জানাই।
অভিভাবকদের পক্ষে মোহাম্মদ আরজু এর সভাপতি অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাদশা মিয়া, মোহাম্মদ মহসিন, অভিভাবকদের পক্ষে আরো বক্তব্য রাখেন মোঃ আফজালুর রহমান মঞ্জু, মোঃ স্বপন, নাসিমা আক্তার সহ আরো অনেকে।
এ বিষয়ে ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি সাইদুর রহমান নূর বলেন, আজ যারা নির্বাচনের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা মূলত স্কুলের উন্নয়ন চায় না। তারা চায় বিশৃঙ্খলা করতে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার