নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুর র্যাব ১০ এর অভিয়ানে আনুমানিক ০৮ লক্ষ ৬৪ হাজার টাকার ২৮৮ বোতল ফেনসিডিলসহ আটক ২। গত (৩ ডিসেম্বর)২৪ তারিখ মঙ্গলবার সকাল টায় ১০টার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ী জেলার সদর থানা গোয়ালন্দ মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাসী অভিযান পরিচালনা করেন। আটককৃত মাদক ব্যবসায়ী'রা দেশের পশ্চিমাঞ্চল হতে বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে পিকআপ করে মেহেরপুর জেলা হতে রাজবাড়ী জেলার যাওয়ার সময় আটক করা হয়।
র্যাব সূত্রে জানাযায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা মেহেরপুর জেলার পশ্চিম মালশাহদ গ্রামের মোঃ সল্টু মিয়ার পুত্র মোঃ জিহাদ আলী(২৪)। অপর জন একই জেলার হোসাইনের পুত্র মাবুদ আহমেদ (১৯)।এ সময় তাদের নিকট হতে মাদক বহন কারী ১টি পিকআপ জব্দ করা হয়। একই তারিখ রাত আনুমানিক ২২:২০ ঘটিকায়* সন্দিগ্ধ পিকআপটি র্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র্যাব সদস্যরা পিকআপটিকে সিগন্যাল দিলে পিকআপের চালক পিকআপটি থামায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী সহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার