• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম:

ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা, বন্যা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে জেলা প্রশাসক 

শরিফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ / ২৭ Time View
Update : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

শরিফুল ইসলাম (পাবনা) প্রতিনিধিঃ রবিবার সকালে ১১ টায় (২৫ আগস্ট ২০২৪ ইং) পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে পাবনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত পাবনা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেছেন। খবর পাওয়া গেছে ফারাক্কা ও তিস্তা বাঁধ খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। দুটি বাঁধ ছেড়ে দিলে পাবনা সহ দেশে বড় ধরনের বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই আমাদের যার যার জায়গা থেকে সকল বিভাগকে সতর্ক থাকতে হবে। জন-সচেতনতা বাড়াতে হবে। বন্যা মোকাবেলায় প্রয়োজনীয সকল প্রস্তুতি নিয়ে রাখতে হবে।

সভাসুত্রে জানাযায়, পাবনায় পদ্মা ও যমুনা নদীর পানি দিপদ সীমার অনেক নিচে রয়েছে। অতিবৃষ্ঠি হওয়ায় জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতায় মানুষ যাতে সমস্যায় না থাকে সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। সকল ওয়েব পোর্টাল আপডেট রাখতে হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ,পাবনা সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, ডিডি সমাজ সেবা রাশেদুল কবীর, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম।

জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, পাসপোর্ট এডি মো. জাহিদ ইকবাল, জেল সুপার নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, ভোক্তা অধিকারের এডি মাহমুদুর রহমান রনি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category