সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে আটটি ককটেল ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার বারান্দা থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী।
ওসি মো. রজব আলী বলেন, বুধবার রাত ১১টার দিকে কঞ্চিপাড়া খবিরিয়া দাখিল মাদ্রাসার মাঠে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ওই মাদ্রাসার বারান্দায় কিছু বিস্ফোরক দ্রব্যসহ লাঠিসোঁটার স্তূপ দেখে থানা পুলিশকে খবর দেয়।
রাতেই অভিযান চালিয়ে পুলিশ মাদ্রাসার বারান্দা থেকে আটটি ককটেল ও ছয়টি তাজা পেট্রোল বোমা, ২০টি বাঁশের লাঠি এবং ছোট- বড় ৪৫টি ইটের টুকরো উদ্ধার করে। পুলিশ আসার খবরে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, কোথা থেকে এসব বিস্ফোরক দ্রব্য ও লাঠিসোঁটা এল, আর কী কারণে এসব আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি- জামায়াতের চলমান অবরোধে নাশকতার উদ্দেশ্যে এসব ককটেল ও বোমাগুলো আনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার