• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ / ৮৫ পাঠক ভিউ
আপডেট সময় : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ফুলবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে। অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: আশরাফুল ইসলাম শাহীন। তিনি বর্তমানে ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একের পর এক দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেই চলছেন আশরাফুল ইসলাম শাহীন। শাহীনের এহেন কর্মকান্ডে বিব্রত ইউনিয়ন আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

জানা গেছে, বেপরোয়া স্বেচ্ছাসেবক নেতা আশরাফুল ইসলাম শাহীন গত ইউপি নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরোধিতা করার পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহানকে মারধর করা হলেও স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে কোন প্রকার শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় আরো বেপরোয়া হয়ে ওঠেন শাহীন । সাম্প্রতিক সময়ে শাহীনের নেতৃত্বে আল- আমিন উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় বিগত ইউপি নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহকে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এনামুর রহমান রবিকে উদ্ধোধক হিসেবে রাখা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবিকে উদ্ধোধক করায় এবং প্রধান অতিথি না করায় পুটিজানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যরা বিষয়টিকে অপমানজনক হিসেবে দেখছেন। তার এহেন কর্মকান্ডে বিব্রত পুটিজানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পুটিজানা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার বলেন, আশরাফুল ইসলাম শাহীন কখনো আওয়ামী লীগ করেছেন কিনা আমার জানা নেই। আর স্বেচ্ছাসেবক লীগ সবসময় আওয়ামী লীগ বিরোধী থাকে। এই বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি সাহেবের কাছে জানতে পারেন। তিনি ভালো বলতে পারবেন।

এবিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটা স্থানীয় খেলা এবং চাঁদা উত্তোলন করা হয়। যারা বেশি চাঁদা দেয় তাদেরই প্রধান অতিথি করা হয়ে থাকে। আর অনুষ্ঠানের দিন এমপি মহোদয় আমার ইউনিয়নে আসায় আমি আগেই জানিয়েছিলাম যে, অনুষ্ঠানে উপস্থিত হতে পারবোনা। যেখানে আমি যাবনা আগেই বলে দিয়েছি সেখানে আমার এটা নিয়ে আমার মাথা ব্যাথা নেই। তারপরও আমার নাম সবার উপরই রেখেছে। আর এমন প্রোগ্রাম করলে সবারই ভুল হতে পারে। আপনি প্রোগ্রাম করলে আমরা আপনারও ভুল ধরতে পারবো।

নির্বাচনে বিরোধিতা করা প্রসঙ্গে এনামুর রহমান রবি বলেন, এমপি নিক্সন চৌধুরী কাজী জাফরুল্লাহকে হারিয়েছেন। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্যও। আর জাফরুল্লাহ চৌধুরী মনোনয়ন বোর্ডের সদস্য থাকার পরও তাকে দুইবার হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২ বার এমপি নির্বাচিত হয়েছেন। তাই রাজনীতি করলে এসমস্ত বিষয় নিয়ে চিন্তা করা যাবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...