বিশেষ প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের খেকুয়ানী গাজীবাড়ীর মোঃ জাহাঙ্গীর গাজীর বসতবাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একই বাড়ির মোঃ শেরজন ও তোতা গাজী, জানা গেছে শেরজন ও তোতা গাজী অত্যান্ত দাঙ্গামা হাঙ্গামা কারী ও খারাপ প্রকৃতির লোক, এলাকায় খোজ নিয়ে জানাগেছে তোতা গাজী জাহাঙ্গীর গাজীর জমিজমা দীর্ঘদিন ধরে গায়ের জোরে দখল করে আসছে এ বিষয়ে কেউ কিছু বলতে গেলে তাকে প্রান নাশের হুমকি সহ দেশিয় অশ্রশস্র দেখিয়ে ভয়ভিতি প্রদর্শন করে তোতাগাজী ও শেরজন।
এবিষয়ে জাহাঙ্গীর গাজী আমতলী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
যাহার সারক নম্বর ২৩৫৪। এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম জানান. আমরা অভিযোগ পেয়েছি সরেজমিনে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার