• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ইসরায়েলি হামলা : অল্পের জন্য বেঁচে গেলেন ডব্লিউএইচও প্রধান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত চলছে : ফায়ারের ডিজি চাঁপাইনবাবগঞ্জে নসিমনের ধাক্কায় আহত ১০  দেলোয়ার হোসাইন সাঈদীর রায় ঘিরে ওসি মনজুর কাদেরের বিরুদ্ধে নানা বির্তকের অভিযোগ গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত বেড়ে প্রায় ৪৫ হাজার সচিবালয়ে আগুন: ট্রাকচাপায় আহত ফায়ার কর্মীর মৃত্যু সচিবালয়ের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে দ্রুতবিচার আইনে প্রতিদিনের কাগজ সাংবাদিক মুন্না গ্রেফতার : দেশজুড়ে নিন্দা প্রতিবাদ ক্ষোভ কাজাখস্তানে ১০৫ যাত্রীসহ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

বর্ণাঢ্য চাকরি জীবন শেষে অবসরে অতিরিক্ত আইজিপি ড. হাসান-উল-হায়দার বিপিএম

সংবাদদাতা / ১৪৫ পাঠক ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

শুভ হোসেন, স্টাফ রিপোর্টারঃ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অতিরিক্ত আইজিপি ড. হাসান-উল-হায়দার বিপিএম এর চাকরি থেকে স্বাভাবিক অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ দুপুরে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত আইজিপিগণ এবং ডিআইজিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী অতিথির বর্ণিল কর্মময় ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (অর্থ) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম বিপিএম (বার)। বক্তাগণ ড. হাসান-উল-হায়দার এর পেশাগত ও ব্যক্তি জীবনের নানা দিক এবং বাংলাদেশ পুলিশের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ড. হাসান-উল-হায়দার বাংলাদেশ পুলিশের যে সকল ইউনিটে কাজ করেছেন সেখানেই পদচিহ্ন রেখে গেছেন। তিনি চ্যালেঞ্জিং দায়িত্ব সফলতার সাথে পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও মর্যাদা বৃদ্ধি করেছেন। বিশেষ করে বাংলাদেশ পুলিশের জনবল বৃদ্ধির ক্ষেত্রে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

ড. হাসান-উল-হায়দার তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, চাকরি জীবনে আমি সিনিয়র- জুনিয়র সকল কর্মকর্তার সার্বিক সহযোগিতা পেয়েছি। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ পুলিশকে আরও এগিয়ে নেওয়ার নিরন্তর প্রয়াস অব্যাহত রাখার জন্য সকল সহকর্মীর প্রতি আহবান জানান। তিনি তাঁকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানানোর জন্য আইজিপি মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...