নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, লাইটারেজ ও বাল্কহেড শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে সর্বস্তরের নৌযান শ্রমিকেরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, জাহাজী শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মো. হাবিবুর রহমান।
নারায়নগঞ্জ জেলা বাল্কহেড শাখার সভাপতি তৈয়ব হোসেন, চট্টগ্রাম শাখার লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ শাহাদত, বরিশাল শাখার নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রিপন হাওলাদার, খুলনা শাখার সাধারণ সম্পাদক এম কে মনির, মোংলা শাখার সাধারণ সম্পাদক কাওসার মাস্টার, মোংলা লাইটারেজ শাখার সহ সভাপতি যুবায়ের ড্রাইভারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, আগামী ২৩ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারেজ জাহাজ, বালুবাহী বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চসহ সকল নৌ শ্রমিকদের বকেয়া বেতন বোনাস সহ পরিশোধ করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার