সাহিত্য
লেখক - অরণ্য মিজানঃ
বিদ্যুৎ না যায় দেখা না যায় ছোয়া
আবার উৎপাদনের উপর নির্ভর
হলফ করে কেউ বলতেও পারবেনা
বিদ্যুত উৎপাদনে আমি স্বনির্ভর ।
সংযোগ ও বিতরনের জন্যেও রয়েছে
নির্দিষ্ট সীমা ও অধিক্ষেত্র বা এলাকা
সেই সুযোগে বিদ্যুৎ বিতরন কর্তৃপক্ষ
ভুতুরে বিল দিয়ে গ্রাহককে বানায় বোকা ।
অভিযোগ করেও হয় না কোন লাভ
উল্টো সংযোগ করে দেয় বিচ্ছিন্ন
মনে হয় গ্রাহকে কে সেবা নয়
গ্রাহক কে অন্ধকারে রেখেই হয় ধন্য ॥
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার