কেরানীগঞ্জ সংবাদদাতাঃ- মক্কীনগর মাদ্রাসা, মক্কীনগর, আব্দুল্লাহপুর, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা এর ১১ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আল্লামা আব্দুল হামিদ দা.বা. (পীর সাহেব, মধুপুর) এর সভাপতিত্বে ১১ নভেম্বর, ২০২২, শুক্রবার সকাল ৯ টা থেকে রাত অবধি মাদ্রাসা সংলগ্ন মাঠে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা মোঃ আহমাদুল্লাহ এর সঞ্চালনায় এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুনিরুদ্দীন আহমাদ নকশবন্দী, সিনিয়র উস্তাদ ও নাযেমে দারুল ইকামা, দারুল উলুম দেওবন্দ, ভারত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি দেলওয়ার হুসাইন, খতিব, মসজিদে কুবা, ভারত।এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি ইমরান হোসাইন কাসেমী, মুফতি জাহিদুল ইসলাম কাসেমী, মুফতি নাসির উদ্দিন আনসারী, শাইখুল হাদীস আল্লামা জাফর আহমেদ, মাওলানা আবু তাহের রহমানী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা লিয়াকত আলী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া এবং মুফতি তাজুদ্দীন আল হামিদী প্রমূখ। সার্বিক তত্বাবধানে ছিলেন মাওলানা আহমাদুল্লাহ। এসময় সম্মানিত উলামায়ে কেরামগণ ইসলাম, ইমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ বয়ান করেন। এতে স্থানীয় ও দূরদূরান্ত থেকে বহু ধর্মপ্রাণ মুসল্লিগণ দলে দলে হাজির হয়ে ওয়ায়েজিনদের বয়ান শোনেন। এসময় মাদ্রাসা সংলগ্ন মাঠ ও পার্শ্ববর্তী এলাকা লোকে পরিপূর্ণ ছিলো। মাহফিলের শুরুতে মাদ্রাসার বার্ষিক আর্থিক প্রতিবেদন পাঠ করে শোনানো হয়। উক্ত মাহফিলে সদ্য হিফজুল কুরআন, তাকমিল, ইফতা ও আদব বিভাগ থেকে মোট ৩৮ জনকে পাগড়ী ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন পরিক্ষায় ভালো ফলাফল করায় শিক্ষার্থীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয়।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার