মীর আশিকুর রহমানঃ টাঙ্গাইলের মধুপুরে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যাক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মধুপুর পৌরসভাধীন কাইতকাই গ্রামে অবৈধভাবে মাটি কাঁটা বন্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে মধুপুর পৌরসভার কাইতকাই মৌজায় মাটি কাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে ও ফসলি জমি রক্ষার্থে এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে জানান এ-ই দুঃসাহসিক প্রশাসনিক নারী কর্মকর্তা।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার