মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ নগরের বাঁশবাড়ী কলোনিতে দুটি পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর রাতে বাঁশবাড়ী কলোনিতে পুলিশ মোতায়েন করা হয়।
গুলিবিদ্ধ দুজন হলেন বাঁশবাড়ী কলোনির আদিল মিয়ার ছেলে মো. আজমুন (১৮) ও একই এলাকার মো. আবদুস সালামের ছেলে মাহমুদুল হাসান (২২)। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গতকাল রাতে বলেন, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। গুলিবিদ্ধ দুজনকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওসি শুনেছেন।
তবে কোন হাসপাতালে নেওয়া হয়েছে, তা তিনি জানাতে পারেননি। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। ওসি বলেন, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার দুই তরুণের নেতৃত্বাধীন দুটি পক্ষের মধ্যে মারামারি হয়।
ওই মারামারির বিষয়টি মীমাংসা জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় সালিস হয়। সালিসে বিষয়টি মিটমাট হলেও গতকাল সন্ধ্যা থেকে ওই ঘটনায় আবারও এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে রাতে গোলাগুলির ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যায়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার