পার্বত্য অঞ্চল প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লাগামহীম দুর্নীতি, অনিয়ম ও অর্থ আর্থসাতের ঘটনা ঘটেছে। কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও তার একান্ত সহযোগি কৃষি উপ- সহকারী আমির হোসেন এর সেচ্চাচারিতায় অতিষ্ঠ স্বয়ং অফিস সহকর্মীরাও। সিমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আর্থসাতের বাস্তব চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের এক ইঞ্চি জায়গা খালি রাখা যাবেনা।
সে লক্ষে কৃষক কে আর্থিক সহায়তা, সার, বীজ, ও কিট-নাশক দিয়ে সহযোগিতা উৎসাহিত করতে দেওয়া বরাদ্দে লুটপাটের ঘটনা ঘটছে। কিন্তু সঠিক তদারকি ও বিতরণের অভাবে তার সুফল পাচ্ছেনা কৃষকরা। কৃষক জানেনা সরকার তার জন্য কি পরিমান উপকরণ দিচ্ছে। নয় ছয় আঠারো করে বুঝিয়ে দিচ্ছে কৃষকদের। অনুসন্ধানে এমনি তথ্য বেরিয়ে এসেছে মাটিরাঙ্গা কৃষি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও উপ-সহকারি আমির হোসেনের অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের বিষয়ে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার