মাদারীপুর প্রতিনিধিঃ র্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০১ আগস্ট ২০২২ ইং তারিখ ১৬.৫৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার ভাংগা থানাধীন পুলিয়া গ্রামস্থ “এস. এন টিম্বার ‘স’ মিল” এর পশ্চিম পাশে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ মনির হোসেন (৩৫), পিতা-মোঃ কাঞ্চন হাওলাদার, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-ঘোষ গ্রাম, ডাক-পাতরাইল, থানা-ভাংগা, জেলা-ফরিদপু’কে ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করেন।
এসময় আটককৃত আসামীদের নিকট হতে ১০(দশ) বোতল ফেন্সিডিল, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০২টি সীমকার্ড এবং নগদ ৬৭০/- টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার ভাংগা থানাসহ বিভিন্ন এলাকায় ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
ধৃত আসামীকে উদ্ধারকৃত ফেন্সিডিল ও অন্যান্য আলামতসহ ফরিদপুর জেলার ভাংগা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার ভাংগা থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে। র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কে এম শাইখ আকতার সিপিসি ৩ মাদারীপুর।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার