শরীফ শাওন, মাদীপুর থেকে: আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ সরকারের সপ্তাহ ব্যাপি কর্মসূচি হিসেবে আজ সকালে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতে এ বৃক্ষ রোপণ করা হয়।
ডাসার উপজেলায় মোট ৫২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন যথাক্রমে ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শিক্ষক এবং উভয় স্কুল কমিটির সভাপতিরা
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইাছমীন ১ টি করে খেজুর গাছ রোপণ করেন। যেহেতু মাদারীপুরের খেজুরের রস ও খেজুর গুড়ের আলাদা সুনাম রয়েছে তাই এই গাছটিকেই বাছাই করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন গাছ শুধু রোপণ করলেই হবে না এর রক্ষনা বেক্ষন করতে হবে।
কারন খেজুর গাছ ও তাল আমাদের বজ্রপাত থেকে রক্ষা করে তাই রাস্তার দুই পাশে বেশি বেশি খেজুর ও তাল গাছ রোপণ করতে হবে। আরো বলেন গাছ বাচলে পরিবেশ বাচবে পরিবেশ বাচলে আমরা বাচব। আর মাদারীপুরের আলাদা একটি সুনাম রয়েছে এই খেজুরের রস ও খেুরের গুড় নিয়ে। তাই আমরা সবাই একটি করে হলেও গাছ লাগাই পরিবেশ বাচাই।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার