মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ - মুন্সীগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়ন চেয়ারম্যান রাজধানীর বংশাল এলাকায় আন্দোলনে এক ছাত্র নিহতের ঘটনায় হত্যা মামলা হয়। এ মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম সিরাজুল ইসলাম ওরফে সিরাজ চেয়ারম্যান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগানদাতা। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
তিনি জানান, গত ৫ আগস্ট রাজধানী ঢাকার বংশালের বিভিন্ন এলাকায় ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করছিল। এ সময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রাম-দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র- জনতার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
তাপস কর্মকার বিডিসি ক্রাইম বার্তাকে জানান, পরদিন তারই অংশ হিসেবে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক নিরীহ ছাত্রকে হত্যা করা হয়। এ ঘটনায় গত ১৬ সেপ্টেম্বর বংশাল থানায় একটি মামলা হয়। সেই মামলায় সিরাজ কে গ্রেপ্তার করা হয়েছে।
সিরাজ ঢাকার বাদামতলী ও বংশাল এলাকায় ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীদের অর্থের জোগানদাতা। এ ছাড়া নিরীহ ছাত্রকে হত্যার অন্যতম আসামি। মামলার পর থেকে আত্মগোপনে ছিলেন সিরাজ।
এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছেন সিরাজ। এ ছাড়া রাজধানীর বংশাল এবং সাতক্ষীরা সদর থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার