কাদির খান, টঙ্গীবাড়ি থেকেঃ- জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি, অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় টংগিবাড়ী থানা গেট থেকে এক বনার্ঢ্য ৱ্যালীর মাধ্যমে মেরিন ইনস্টিটিউট অব টেকনোলজি তে এসে সমাপ্ত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো,আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি,পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবায় একুশে পদক প্রাপ্ত, নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান, কেন্দ্রীয় কমিটির মহাসচিব জনাব লিটন এরশাদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, সিরাজদিখান সার্কেল , মুন্সীগঞ্জ জনাব মুস্তাফিজুর রহমান রিফাত।
টংগিবাড়ী থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ রাজিব খান, ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) মুন্সীগঞ্জ শাহআলম মৃধা , বিশিষ্ট ব্যাবসায়ী ও কেন্দ্রীয় সদস্য জনাব স্বপন চদ্র দে, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আব্দুর রহমান, কার্যনিবাহী সদস্য ও সদস্য সচিব জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি মোঃ রোকনোজ্জামান রোকন, সমাজ কল্যান সম্পাদক কেন্দ্রীয় কমিটি মহসিন খান প্রমূখ।
দুপুরের খাবার ও নামাজের বিরতির পরে চলে
দ্বিতীয় সেশন চালক প্রশিক্ষণ কর্মশালায় প্রিমিয়ার সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, সাহ সিমেন্ট, শীতললক্ষা ট্রাসপোট,ও মটর সাইকেল সহ ১৫০ জন চালকদের সড়ক দুর্ঘটনারোধে করণীয় শির্ষক প্রশিক্ষণ চলে বিকাল সারে পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, ও কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি বিআর টিএ ট্রেনার রোটারিয়ান এহাসানুল কামাল। প্রশিক্ষণ শেষে চালকদের মধ্যে সনদ প্রদান করা হয়।#