ফারজানা আক্তারঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার শ্রীনগর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় আনন্দ ড্রাগ হাউজ ও পোদ্দার ড্রাগ হাউজে মনিটরিং কালে দেখা যায় গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে। এই অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আইন অনুযায়ী আনন্দ ড্রাগ হাউজ'কে তিন হাজার টাকা এবং পোদ্দার ড্রাগ হাউজ'কে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বাজারে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা প্রদর্শন করার ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়। অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি দল।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার