সুজন বেপারী, স্টাফ রিপোর্টারঃ - মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের কার্যালয়ে ঢাকা মহানগরী ৩য় বিভাগ ফুটবল লীগ ২০২৩ইং ০৬ই জুন বেলা দুপুর একটায় রিকাবী বাজার ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এসময় আজ মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, জনাব, হোসাইন মোঃ আল জুনায়েদ ও জেলা ক্রীড়া অফিসার জনাব, খাদিজা পারভীন ও ফারজানা আক্তার সাথী জেলা ক্রীড়া অফিসার গাজীপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌরসভার মাননীয় মেয়র জনাব হাজী আব্দুস ছালাম ও সভাপতিত্ব উপস্থাপনায় বক্তব্য রাখেন - গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের সভাপতি জনাব, রফিকুল আলম রফিক ও সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান শরিফ এছাড়াও মীরকাদিম পৌর কাউন্সিলরবৃন্দ ১নং ওয়ার্ড জনাব, মোহাম্মদ আবদুল জলিল, ২নং ওয়ার্ড জনাব, আওলাদ হোসেন, ৩নং ওয়ার্ড জনাব, আক্তার হোসেন চৌধুরী, ৪নং ওয়ার্ড জনাব, হাজী মোঃ দীন ইসলাম ও ৭নং ওয়ার্ড জনাব, সোহেল মিয়া ও জেলা ক্রিকেট ম্যানেজার মনির হোসেন সজিব।
এসময় আরো উপস্থিতি ছিলেন ফুটবল প্রশিক্ষণ উদ্বোধনকালে - গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি ক্লাবের সহ-সভাপতি গোলাম ফারুক জমিদার ও সাংগঠনিক-সম্পাদক,আরিফ হেলালী সবুজ ও সহ- সেক্রেটারি ফুটবল ম্যানেজার, শিপন জমিদার ও ক্রীড়া সম্পাদক আজম খাঁন ও ক্রিকেটার কোচ, রনি খান চিতা ও ফুটবল প্রশিক্ষণ কোচ মোঃ মোজ্জামেল হোসেন ও মীরকাদিম পৌর কৃষকলীগের সেক্রেটারি মোঃ রিপন মুন্সী ও মাসুদ রানা আছিফ সহ ক্লাবের সদস্যবৃন্দ, মোহাম্মদ হানিফ ও জাহাঙ্গীর ও কামাল বেপারী ও সাংবাদিকবৃন্দ ঢাকা মহানগর প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পাবলিক রিলেশন অফিসার ও দৈনিক আলোকিত সকাল স্টাফ রিপোর্টার মোঃ সুজন বেপারী সহ আরো অনেকেই গণ্যমান্য উপস্থিতি ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার