মোঃ সুজন বেপারীঃ
মুন্সীগঞ্জ সদরের উপজেলার মিরকাদিমে মাহে রমজানের উপলক্ষে কাঠপট্টির কাঠের বিশিষ্ট ব্যাবসায়ীর কার্যালয়ে ১৮ এপ্রিল মঙ্গলবার এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান সজিব মাদবরের উদ্যোগে ইফতার পাটি ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় কাঠপট্টির এলাকায় দোয়া মাহফিলের মোনাজাত সভাপতিত্ব উপস্থিতি ছিলেন, রিকাবী বাজার দারুল কুরান মহিলা মাদ্রাসার কালিন্দী পাড়া প্রতিষ্ঠাতা মহতামিম মাওলানা তাফাজ্জল হোসাইন ও কাঠপট্টির জামে মসজিদের ইমাম সালমান হোসাইন ও রিকাবী বাজার বনিক সমিতির সভাপতি মোহাম্মদ কামাল হোসাইন ও নুরপুর মসজিদ পঞ্চায়েত কমিটির মোতালি হাজী আব্দুল জব্বার ও কাঠপট্টির কাঠের কর্মকর্তা কর্মচারীসহ গণ্যমান্য।
এছাড়াও লুৎফর রহমান, লিটন জমিদার, মোহাম্মদ আমানুল্লাহ, ব্যাবসায়ী মোহাম্মদ রাজু, কাঠের ব্যাবসায়ী রাতুল, সাংবাদিক মোঃ সুজন বেপারীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ইফতার পার্টি অনুষ্ঠানকালে বিশিষ্ট ব্যাবসায়ী এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান সজিব মাদবরের উদ্যোগে ২’শতাধিক গরুর বিরিয়ানি প্যাকেট দেওয়া হয়।