নিজস্ব প্রতিবেদকঃ - মুন্সীগঞ্জে সিপাহি পাড়া ভুল চিকিৎসায় দাতের ভুয়া ডেন্টাল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ আগষ্ট রাত আটটায় মিরকাদিম পৌরসভার নগরকসবা তিল্লাপাড়া এলাকার ভুক্তভোগী আব্দুল রাজ্জাকের (৬২) ছেলে রিদয় এর আইডিতে একটি ভুল চিকিৎসার বিষয়ে সামাজিক ফেসবুক গণমাধ্যমে ভুয়া ডেন্টালের প্রতারণা বিরুদ্ধে তুলে ধরার অভিযোগ দেখা যায়।
এবিষয়ে সাংবাদিকদের ভুক্তভোগী রিদয় বলেন, আমার বাবা আব্দুল রাজ্জাক গত ১৬ আগষ্ট রাত আটটায় কামাল ডেন্টাল ক্লিনিক সিপাহি পাড়া মসজিদ মার্কেট ২য় তলা সেখানে দাত ব্যাথার সমস্যা বিষয়ে দেখাতে গেলে কিন্তু নষ্ট দাতের পাশে ভালো দাত তুলে ফেলায় বাবা এখন আরো শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরেছেন বলে জানান।
ভুক্তভোগী রিদয় আরো জানান, কামাল ডেন্টাল ক্লিনিকের প্রতারণা ঘটনায় আমি তার বিরুদ্ধে থানায় একটি আইনগত ব্যবস্থা নিব।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার