রাজধানীর বঙ্গবাজার ও নিউমার্কেটের পর এবার আগুনে পুড়ল মোহাম্মদপুরের কৃষি মার্কেট। এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা গেছে।
আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে পুলিশ, র্যাব ও বিজিবি। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা।
এর আগে রাত পৌনে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
পাশাপাশি যোগ দিয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানিয়েছেন, সময় বাড়ার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতাও বাড়ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়ছে। ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার