নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- আসন্ন পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন করলেন প্রয়াত রোকসানা মেম্বারের ছোট বোন পেনেল চেয়ারম্যান অনামিকা হক প্রিয়ংকার খালা কাকলী আক্তার।
৩ অক্টোবর দুপুরে এই মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, আমি পাগলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা সহ আমার প্রিয় অভিভাবক বৃন্দ ভোটার ভাই ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম, আসছে ২২/১০/২০২২ ইং রোজ শনিবার পাগলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী হিসেবে আমি কাকলী আক্তার আপনাদের দোয়া ও সমর্থন আশা করছি, পাশাপাশি আপনি ও আপনাদের মূল্যবান ভোট প্রার্থনা করে দোয়া ও সহযোগিতা কামনা করছি।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার