মাটি মামুন (রংপুর) থেকেঃ রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, রংপুর মেট্রোপলিটর পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডাব্লিউ.এম রায়হান শাহ, বিসিবি’র পরিচালক ও রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ, পরিচালক ও রংপুর জেলা যুবলীগের সদ্য মনোনীত সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান সিদ্দিকী রনি, পরিচালক আলী আহমেদ চান্দ, সাব্বির আহমেদ, আখতারুজ্জামান মওলা, জাবেদ হোসেন জুয়েল, রাকিবুল হাসান ও রুবায়েত হোসেন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার