রংপুর প্রতিনিধিঃ- রংপুর- সৈয়দপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক অলিউল হসান জুয়েল নিহত হয়েছেন। রংপুরের তারাগঞ্জে শলেয়শা খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনায় মোট ৯ জন নিহত হয়েছে। নিহত ছাত্রলীগ কর্মী অলিউল হাসান জুয়েল উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদকসহ ১ নং কামারপুকুর ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তরুণ এই নেতা ছিলেন মিশুক। তাঁর অকাল মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার রাত সাড়ে ১২ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। জুয়েল সৈয়দপুর হতে ওই বাসে করে তারাগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ওই দুর্ঘটনায় সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাঁকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হলে সকালে মারা যায় সে। এ ঘটনায় আরও এক সাবেক ছাত্রলীগ কর্মী নিহত ও পাশ্ববর্তী সংগলশী ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক আকিবুজ্জামান আকিব গুরুত্বর আহত হয়েছেন।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার