উচ্চপ্রু মারমা, রাজস্থলী রাঙ্গামাটিঃ- রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৯ শে অক্টোবর শনিবার সকালে রাজস্থলী থানা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।র্যালি টি উপজেলা বাস ষ্টেশন হয়ে উত্তর দক্ষিণ দিক প্রদিক্ষণ করে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী থানার ওসি মোঃ জাকির হোসাইন। সভায় প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন।
সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা,ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, হেডম্যান চথোয়াইনু মারমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক শামসুল আলম, ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার,উদয় তংচঞ্চ্যা প্রমুখ। "কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি- শৃঙ্খলা সর্বত্র" এই শ্লোগান কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করেন।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার