1. admin@gmail.com : bdccrimebarta :
লঞ্চ ভাড়া বেড়েছে দ্বিগুণ ভোগান্তি সাধারণ মানুষের - বিডিসি ক্রাইম বার্তা

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

News Headline :
গলাচিপায় স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামী ‘র বাড়িতে অনশন ট্রাক সংকটে সারাদেশে পণ্য পরিবহনে জটিলতা সৃস্টি আহারে সাংবাদিক! আহারে সাংবাদিকতা!! স্থানীয় এমপি প্রার্থীর পক্ষ নেয়ায় নির্বাচন প্রভাবিত আশংকায় প্রার্থীতা প্রত্যাহার শেরপুরে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামী কানন গ্রেপ্তার যাত্রাবাড়ীতে দীপ্ত টিভির সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক-২ ডেমরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার দুই ব্যাক্তি রংপুরে যুবলীগ নেতা’কে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি সাভারে সাংবাদিকের ওপর ঝাঁঝালো কেমিক্যাল নিক্ষেপ, এলাকা ছাড়ার হুমকি! নারায়ণগঞ্জে আনসার সদস্য নিজ হাতিয়ারের গুলিতে আত্মহত্যা
লঞ্চ ভাড়া বেড়েছে দ্বিগুণ ভোগান্তি সাধারণ মানুষের

লঞ্চ ভাড়া বেড়েছে দ্বিগুণ ভোগান্তি সাধারণ মানুষের

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা তালিকা অনুযায়ী বর্তমান দক্ষিণ বাংলার ভাড়ার তালিকা ঢাকা টু পটুয়াখালী রুট দুরত্ব – ২৫২ মিঃ ডেকে ভাড়া – ৬৯৫, সিঙ্গেল কেবিন ভাড়া – ২৭৮০ ডাবল কেবিন ভাড়া – ৫৫৬০ টাকা।

ঢাকা টু গলাচিপা রুট দুরত্ব – ২৭৪ ডেকে ভাড়া – ৭৫২ সিঙ্গেল কেবিন ভাড়া – ৩০০৮, ডাবল কেবিন ভাড়া – ৬০১৬ টাকা ঢাকা টু রাঙ্গাবালী রুট দুরত্ব – ২৮২, ডেক ভাড়া – ৭৭৩ সিঙ্গেল কেবিন ভাড়া – ৩০৯২, ডাবল কেবিন ভাড়া – ৬১৮৪ টাকা লঞ্চভাড়ায় বৃদ্ধি হতাশ ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা।

দক্ষিণ বাংলার মানুষের ধারণা ছিলো পদ্মা সেতু হওয়ায় লঞ্চের ভাড়া এবং গাড়ি ভাড়া অনেকটা কম হবে, সাধারণ মানুষের চলাচলে অনেক টাকা সাশ্রয় হবে, কিন্তু তাদের ধারণার উল্টো এখন সাধারণ মানুষের তেমন কোনো কাজ কর্ম নেই, তার উপর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি, এই মুহূর্তে লঞ্চ ভাড় বৃদ্ধি করায় দক্ষিণ বাংলার মানুষের জীবন হতাশ, দুর্ভোগের সৃষ্টি হয়েছে। যা সাধারণ মানুষের কাম্য না।

সাধারণ মানুষের মাঝে লঞ্চ ভাড়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এমনিতেই করোনাকালিন দুর্যোগ এই মুহূর্তে সাধারণ কাজ কর্ম নেই টাকার সংকট, অভাব অনাটন, তাদের মাঝে তিব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যদিও বর্তমানে পদ্মা সেতু চালু হওয়ার পর মানুষ কিছুটা গাড়িতে চলাচল শুরু করায় লঞ্চগুলো ভাড়া কিছুটা কমায় স্বস্তি ফিরে পেয়েছে, সবশেষ এখন আবার ভাড়া বাড়িয়েছে দ্বিগুণ, এনিয়ে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার সচিব মো. ছিদ্দিকুর রহমান পাটওয়ারী সই করা নতুন করে ভাড়ার তালিকা প্রকাশ করে এতে বলা হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা কর্তৃক ১৬ আগস্ট তারিখে প্রজ্ঞাপনের আলোকে নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

এতে প্রতি ১০০ কিলোমিটারের জন্য সর্বোচ্চ যাত্রী ভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা এবং ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৬০ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৩ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে নৌ রুটগুলোতে এই লঞ্চ ভাড়া বাড়ানোর পর থেকেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বিশেষ করে ঢাকা টু পটুয়াখালী রুটে ডেক ও কেবিনে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তা দিয়ে বিমানেই চলাচল করা সম্ভব বলছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বরিশাল থেকে ঢাকায় চলাচলকারী বিমান ভাড়া ইউএস বাংলায় ৩৫০০ টাকা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৩০০০ টাকা।

এদিকে সোমবার (১৫ আগস্ট) থেকে পটুয়াখালী-ঢাকা নৌরুটে আবারও রোটেশন প্রথা চালু করেছে লঞ্চ মালিক সমিতি। আগে প্রতিদিন তিন থেকে চারটি লঞ্চ চলাচল করলে ও এখন পটুয়াখালী – টু ঢাকা নৌরুটে দুটি করে লঞ্চ চলাচল করছে। গলাচিপা টু ঢাকা দুটি করে লঞ্চ চলাচল করছে। রাঙ্গাবালী টু ঢাকা নৌরুটে দুটি করে লঞ্চ চলাচল করছে।#

Please Share This Post In Your Social Media


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 bdccrimebarta.com