স্টার্ফ রিপোর্টার, মোঃ বাদলঃ- মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন মাওয়াঘাট থেকে বালিগাঁও যাতায়াতের জন্য নৌ-পথে বেপরোয়া চাঁদাবাজি চলছে বলে তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের প্রতিবেদক অনুন্ধানে জানা যায়, সরকারের ঘোষণা মতে নদী ভাঙ্গন রোধে লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের আওতাধীন নদীপথে চলাচল ও ব্যাবহারকারী ড্রেজার ও বাল্কহেড জাহাজ দিয়ে করা সকল ধরনের কার্যক্রম বন্ধ করতে বড় মোকাম এলাকা মেম্বার মোঃ টিটু শিকদার ও ডহরী এলাকার স্থানীয় মেম্বার তবারক সহ এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করে প্রায় ১০ থেকে ১৫ টি ড্রেজার ও বাল্বহেড জাহাজ আটক এবং চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। তাদের কঠোর আইনী কার্যক্রম চলাকালীন সময়ে বড়মোকাম কলেষ্টর গলি খাল এলাকায় কালু @ তৈল কালু, ডহরী শামুর বাড়ি খালের মোড় এলাকায় রিপন, বালিগাঁও গাংচিল বাস ষ্ট্যান্ড মাঠের পাশ্ববর্তী খাল থেকে শহর আলী, তার ভাই ও রুবেল সহ আরো অনেকে। এই সকল চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করছে গাঁওদিয়া এলাকার প্রিন্স চাকলাদারের স্ত্রী ফরিদা বেগম সহ এলাকার স্থানীয় প্রভাবশালী নেত্রীবৃন্দ। বিস্তারিত আগামী সংখ্যায় চোখ রাখুন......................
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার