জেলা প্রতিনিধি শরীয়তপুরঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকায় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে নিরীহ এক কৃষকের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। নিরীহ ওই কৃষক তার জমিতে যাওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা সহ হত্যার হুমকি দিচ্ছে। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী আজহার হাওলাদার বাদী হয়ে ( ১৮ আগষ্ট) রবিবার রাতে ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার সিংজালা এলাকায় ভুক্তভোগী কৃষক আজহার হাওলাদার সরকারের কাছ থেকে ৫৫ শতাংশ জমি লিজ নিয়ে কৃষি কাজ করতেন। তবে গত কাল রবিবার সকালে জোর পূর্বক কৃষক আজহারের লিজ কৃত জমিতে সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করে রাসেল হাওলাদার, রাজন হাওলাদার, অনিক হাওলাদার, মানিক হাওলাদার সহ ৩০/৪০ জন লোক।
এসময় আজহার হাওলাদার তার সম্পত্তি রক্ষার্থে ঘটনা স্থলে উপস্থিত হলে রাসেল হাওলাদার ও রাজন হাওলাদার তাকে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। এক পর্যায়ে রাসেল হাওলাদারের নেতৃত্বে রাজন হাওলাদার, অনিক হাওলাদার, মানিক হাওলাদার সহ বেশ কয়েকজন তাকে মারধর করে পাশাপাশি প্রাণ নাশের হুমকি দেয়।
ভুক্তভোগী আজহার হাওলাদার বলেন, আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের কাছ থেকে ৫৫ শতাংশ জমি লিজ নেই । এবং এই জমিতে আমি কৃষি কাজ করে সংসার চালাই। গতকাল জোর করে রাসেল হাওলাদার দলবল নিয়ে ওই জমি দখল করতে আসে। এবং আমাকে ভয় দেখিয়ে মাস্তান দিয়ে দখল করার চেষ্টা করছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। এব্যাপারে অভিযুক্ত রাসেল হাওলাদার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডল জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহন করা হয়েছে। অভিযোগ টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার