• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন

শাল্লায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সংবাদদাতা / ১৬৪ পাঠক ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ- সুনামগঞ্জের শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম রাজু মিয়া ( ১৮) তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও গ্রামের মনসুর আলীর ছেলে।১৫ নভেম্বর (মঙ্গলবার) সকাল ৮ টায় উপজেলা সদরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন ভবনের ২য় তলার কাজের সময় পাশে থাকা এডিবির বিদ্যুৎ লাইনে লেগে গুরুতর আহত হয় রাজু মিয়া। সাথে সাথে সহকর্মীরা আহত রাজু কে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার নিশাত তামান্না আহত রাজু কে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান বিদ্যুৎ স্পৃষ্ট  আহত রাজু মিয়া হাসপাতালে পৌঁছার পুর্বেই মারা গেছেন। এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব, অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম প্রমুখ। এবিষয়ে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান মৃত রাজু মিয়ার লাশে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...