• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়: পুলিশ কর্মকর্তাদের আইজিপি নিজেকে রাষ্ট্রপতি দাবী করে সংবাদ সম্মেলন ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু বাংলাদেশ চোখের সেবা সম্প্রসারণে অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে ব্রিটেন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিভাগীয় সমাবেশ নিঃ স্বার্থ সমাজ কল্যাণ সংগঠনের নব নির্বাচিত কমিটির পরিচিতি ও মাদক বিরোধী সভা শেরপুরে হাসপাতালের সেই তত্ত্বাবধায়কের অপসারণ দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

শিক্ষার স্বার্থে প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে আছে: উপাচার্য ড. সৌমিত্র শেখর

সংবাদদাতা / ১৩৮ পাঠক ভিউ
আপডেট সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

ফাতেমা শবনম, বিশেষ প্রতিনিধি:

শিক্ষার স্বার্থে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশে সবসময় আছে ঘোষণা দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছেন, যদি পড়াশোনার ব্যাঘাত করে এমন কোন কিছু তোমার চারিদিকে আসে তবে তোমরা আমাদের কাছে আসবে। আমরা নিশ্চিতভাবেই তোমাদের পড়াশোনার পরিবেশকে সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা চাই আমাদের বিশ^বিদ্যালয়ে সুশিক্ষার মধ্যদিয়ে তোমরা তোমাদের জীবনকে গড়ে তুলবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদের দর্শন বিভাগের করিডরে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, মানুষের যে বন্ধুর পরিধি তার বৃত্তটা সবসময় পরিবর্তন হয়। স্কুলের যারা বন্ধু ছিল তারা কলেজে থাকে না, কলেজের বন্ধুদের আবার বিশ^বিদ্যালয়ে গেলে পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ের বন্ধু যারা হয় তাদের আবার কর্মক্ষেত্রে পাওয়া যায়। এই বন্ধুর বৃত্ত সবসময় পরিবর্তনশীল। এরমধ্যে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হয়। তোমার সামনে একই সিলেবাস, একই সার্টিফিকেট কিন্তু তোমার সফলতা কী এক? তোমার সামনে এখন উন্মুক্ত বিশ্ব। তাই নিজের দায়িত্ব নিজেকে নিয়ে এগিয়ে যেতে হবে। উপাচার্য আরও বলেন, আমরা ব্রত নিয়েছি শিক্ষা, গবেষণা ও উন্নয়নের। ছাত্রছাত্রীদের আমরা সুশিক্ষিত করতে চাই। তাদেরকে চরিত্রগঠন করতে হবে। তাদেরকে ভালো মানুষ হতে হবে। তাদেরকে সুনাগরিক হতে হবে।

দর্শন বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর ড. সৌমিত্র বলেন, জগৎ শুধু ব্যাখ্যা করাটাই মূল কথা নয়, আলোচনা করাটাই মূল কথা নয়, পরিবর্তনে কাজ করাটা মূল কথা- এটাই দর্শন। তরুণ দার্শনিকেরা শুধু ব্যাখ্যা করবে না। তারা জগৎটা পরিবর্তন করবে। আর এই জগতের পরিবর্তন তারা বিশ্ববিদ্যালয় পরির্বতনের মধ্যদিয়ে সূচনা করবে। দর্শন বিভাগের শিক্ষার্থীরা আমদের একটি নুতন পথের সন্ধান দিতে পারে। শিক্ষার্থীদের স্মার্ট থাকার পরামর্শ দিয়ে উপাচার্য বলেন, তুমি যত স্মার্ট থাকবে তোমার মনটা তত সুন্দর থাকবে। পড়াশোনা করতে ইচ্ছে করবে। তোমার দিকে সবাই তাকিয়ে থাকবে। মানুষকে আকর্ষণ করতে হবে ব্যক্তিত্ব গঠন করে।

দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. কাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, সহাকারী অধ্যাপক মুশফিকুর রহমান (হীরক)। সঞ্চালনা করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিফুল ইসলাম।

হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট বিভাগের নবীণ বরণ অনুষ্ঠিত: এর আগে সকালে বিশ^বিদ্যালয়ের গাহি সাম্যের গান মুক্তমঞ্চে হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিস্তারিত...