বনি আমিন (ঢাকা) প্রতিনিধি: র্যাব-১০ এর অভিযানে রাজধানীর কদমতলী এলাকা হতে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার। গত ১৫ আগস্ট ২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পোকার বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জনি দাস (৩৫) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১ টি মনিটর, ০১ টি সিপিইউ, ০১ টি কালার প্রিন্টার, ০১ টি কি- বোর্ড, ০১ টি হার্ড ডিক্স, ০১ টি মাউস, ০১ টি পেন ড্রাইভ, ০১ টি কার্ড রিডার, ০২ টি ক্যাবল, ০৩ টি এসএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট, ০৭ টি এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট, ০১ টি জাল এনআইডি কার্ড, ০১ টি জাল এনআইডি স্মার্ট কার্ড ও ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি- বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল বলে জানা যায়।গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার