শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের জেলা প্রশাসন, শেরপুর ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামী শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) শেরপুরের জেলা প্রশাসন, শেরপুর ও দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ হাফিজা জেসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মাদ জসীম উদ্দিন, শেরপুর স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মনিরুল হাসান প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকার বেসরকারি কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।