মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি : শেরপুরে সুদের টাকাকে কেন্দ্র করে দাদন ব্যবসায়ীর লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পাওনাদারের বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ করে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে আহত হয়েছে অন্তত ৯ জন।২৬ এপ্রিল রাতে শেরপুর পৌরসভার পশ্চিমশেরী মহল্লায় এ ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে নারীসহ তিনজন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী মো. ছালামত মিয়া বাদী হয়ে ১৫ জনকে স্বনামে এবং অজ্ঞাতনামা আরও ৬০/৭০ ব্যক্তিকে বিবাদী করে শেরপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়,বাদী এবং বিবাদীরা একই মহল্লার বাসিন্দা। শহরের পশ্চিমশেরী মহল্লার মো. সাজু মিয়া চাপাতলী দক্ষিণপাড়া (পাগলবাড়ী) এলাকার জনৈক দাদন ব্যবসায়ী মো.ডালিম মিয়ার কাছ থেকে ১০ হাজার টাকা দাদন গ্রহন করে এর বিপরীতে প্রায় তিনগুণ টাকা পরিশোধ করে।এরপরেও আরো ৯ হাজার টাকা দাবী করে আসছিলেন ডালিম মিয়া।
এই নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় শতাধিক লোক মিলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সাজু মিয়ার ভাড়া বাড়িতে এবং পার্শ্ববর্তী তার শ্বশুর ও আত্মীয়দের তিনটি বাড়িতে হামলা চালায়। এসময় ৫ টি টিনের ঘর কুপিয়ে এবং ভাংচুর করে ক্ষতিগ্রস্ত করা হয়। এসময় তাদেরকে বাঁধা দিতে গেলে নারী সহ ৯ জন আহত হয়।
এ বিষয়ে দাদন ব্যবসায়ী ডালিম মিয়ার সাথে যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।সদর থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবু নাইম জানান,"অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।বাড়িঘর ভাঙচুর ও তছনছ করার ঘটনাটি খুবই অমানবিক।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, "এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার