শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ– পরিক্রমা একটি মাদক বিরোধী সংগঠনের উদ্যোগে শ্রীনগর উপজেলায় দুই বছর যাবত বর্জ্য অপসারন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রমের উদ্ভোধন করেছিলেন শ্রীনগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোসাঃ রহিমা আক্তার। উদ্ভোধনের এক বছর পর তিনি বদলী হয়ে যান। পরিক্রমা সংগঠনটি বহুবার ভূমি সহকারী কর্মকর্তা কেয়া দেবনাথ এর নিকট গেলেও তিনিও জমি দেওয়ার কথা বলে বদলী হয়ে যান। শ্রীনগর বাজারে বর্জ্য ফেলার নিদিষ্ট জায়গা না থাকায় যেখানে- সেখানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। দোকান-পাটের বর্জ্য ফেলার নিদিষ্ট জায়গা না থাকায় দোকান ও বাড়ি- ঘরের প্রতিদিনের বর্জ্য ফেলছে উপজেলা পরিষদ সহ আশেপাশের চত্ত্বরে কিংবা রাস্তার পাড়ে বা খালে। এতে শ্রীনগর উপজেলা পরিষদ সহ সড়কের পাশে তৈরি হয়েছে ছোট বড় ময়লার স্তুপ। একই সাথে বাজারের ময়লা ভরাট হচ্ছে শ্রীনগরের উপর দিয়ে বয়ে যাওয়া খালে, নষ্ট হচ্ছে আবাদি জমি। প্লাষ্টিক সামগ্রী, কাঁচের বোতল, পলিথিন, কাপড়- চোপড় সহ বিভিন্ন ধরনের সামগ্রীতে ভরে গেছে শ্রীনগর খাল। যা পরিবেশ ও জীব বৈচিত্রকে বিরাট হুমকির মুখে ফেলে দিচ্ছে। তাছাড়া পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিবছর বর্ষাকালে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। পরিক্রমা একটি মাদক বিরোধী সংগঠন শ্রীনগর উপজেলার পিছনের আবাসিক এলাকা গোল্ডেন সিটি ও উপজেলার কিছু বর্জ্য অপসারণ করছে ভ্যান গাড়ীর মাধ্যমে। নিদিষ্ট জায়গা না থাকায় ও উপজেলা প্রশাসনের কাছ থেকে কোন প্রকার জমি না পাওয়ায় ভোগান্তির স্বীকার উক্ত সংগঠন। এসকল কারণে বিভিন্ন স্থানে দুর্গন্ধ সঙ্গী করে পথ পার হতে হচ্ছে পথচারীদের#