নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ও ঢাকার বাহিরের জেলা গুলো'তে সংবাদকর্মী'রা নিউজ সংগ্রহ করতে গিয়ে প্রতিনিয়ত হামলা ও মামলার শিকার হলে ও সাংবাদিক নির্যাতনের বিষয় গুলো উচ্চ পর্যায়ের প্রশাসনের দৃষ্টিগোচর না হওয়ায় সন্ত্রাসীদের হাতে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন সংবাদকর্মী'রা। তারই ধারাবাহিকতায় গত বুধবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর লালবাগ থানাধীন সেকশন ঢালে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন মোঃ নাজমুল হোসেন (২৭) নামের এক সাংবাদিক। গোপন তথ্যের ভিত্তিতে নিউজ সংগ্রহ করতে যায়।
জানা যায়, ঘটনার সময় বুধবার সকালে সাংবাদিক মোঃনাজমুল সেকসন হাতিরঘাট ছিলেন,
এ সময় ৩/৪ জন সন্ত্রাসী ছুরি, লাঠি নিয়ে তাকে এলো পাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে তার হাতের মোবাইল ফোন নিয়ে ভেংঙ্গে ফেলে দেয় সন্ত্রাসী'রা। এ সময় পথচারী'রা তাকে উদ্ধার করার চেষ্টা করলে তাদেরও বিভিন্ন হুমকি ও মারধর করেন তাদের প্রধান সাজ্জাদ।
গোপন সুত্রে জানা যায় সাজ্জাদ সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার ও কিশোর গ্যাং এর সাথে জড়িত। আহত মোঃ নাজমুল জানান, সন্ত্রাসী'রা তার থেকে তার গুরুত্বপূর্ণ কাগজ ও তার মানিব্যাগ থেকে নগদ টাকা নিয়ে যায়।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে নিউজ করতে চাওয়ায় তাকে এর আগেও কয়েক বার হুমকি দেয় এই সাজ্জাদ। সাজ্জাদের চাচা, বাবা দুইজনই তারা দীর্ঘদিন যাবৎ ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাথে জড়িত ছিলেন। তাদের ক্ষমতা বলে সে মাদক ব্যবসা করেন।
এবিষয়ে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো'র) কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফয়সাল হাওলাদার, বলেন সাংবাদিক'রা হলো জাতীর বিবেক রাষ্ট্রের কল্যাণে ও সত্যের পক্ষে কাজ করে যাচ্ছে, সাংবাদিক হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং আইনের মাধ্যমে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ায় প্রশাসন কে অনুরোধ করছি।
এই বিষয় লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা'কে জানাতে চাওয়ার সাংবাদিক মোঃ নাজমুল কে বিভিন্ন হুমকি ও ভয় দেখানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার