সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতায় এসেছে তাদের কাছে গণতন্ত্রের কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সরকার ভাঙতে-গড়তে না পেরে কিছু সংসদ সদস্যের ৭০ অনুচ্ছেদের ওপর রাগ রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১০ এপ্রিল) দুপুর ১টায় সুর্বন্তজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, একটানা ক্ষমতায় রয়েছি বলে দেশের মানুষের ভাগ্য ফেরাতে পেরেছি। নিম্ন-মধ্যম আয়ের সবার প্রতি দৃষ্টি আছে আমাদের। তিনি বলেন, আজকে গ্রাম এবং শহরের পার্থক্য অনেক কমে গেছে। এ দুটোর মাঝে আরেকটি শহর গড়ে উঠেছে।
সরকারপ্রধান বলেন, আমাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি দেশের মানুষের ভাগ্য গড়ার জন্য। প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা নিশ্চিত করেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার