আহমেদ সাজু সখীপুর টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমুলক অপপ্রচার চালাচ্ছে একটি চক্র। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন খবর ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পায়তারা করছে বিভিন্ন অপশক্তি।দলের অভ্যন্তরীণ কোন্দল উল্লেখ করে জেলা নেতার কাছে হেনস্তার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান শাজাহান সাজু গত ২৮ডিসেম্বর গলব্লাডারে সমস্যা নিয়ে ঢাকায় স্কয়ার হসপিটালে চিকিৎসা নেয়।
চিকিৎসকের পর্যবেক্ষণ শেষে পূর্বনির্ধারিত ১৮ডিসেম্বর চিকিৎসা নিতে আসলে একটি মহল মিথ্যা খবর ছড়াচ্ছে। বিএনপির নেতাকর্মীদের দাবি, উপজেলার বিএনপির সভাপতির নেতৃত্বে দলের শৃংঙ্খলে ঈর্ষান্বিত হয়ে প্রতিনিয়ত এমন অপ্রচারের চেষ্টা করছে।নেতাকর্মীরা মনে করেন, বিএনপির ভাইস প্রেসিডেন্ট এডভোকেট আহমেদ আযম খান নির্দেশনায় আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেবে।
এমন ভ্রান্ত খবরে বিচলিত না হয়ে একতাবদ্ধ হয়ে যেকোন অপ্রচার মোকাবিলায় সকলকে সোচ্চার থাকতে হবে। এবিষয়ে সখীপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,শারীরিক অসুস্থতার কারণে ঢাকায় একটি হসপিটালে ভর্তি। তিনি আরও বলেন,ভিত্তিহীন খবর প্রচারকারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার