• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১১ পূর্বাহ্ন

সনাতন ধর্মাবলম্বী মুক্তি রানী বর্মণকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ / ১৯৮ Time View
Update : শনিবার, ৬ মে, ২০২৩

ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টারঃ আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা (এ্যাসোস), শেরপুর- এর উদ্যোগে শুক্রবার (০৫ মে) সাতানীপাড়া, বউ বাজার, ট্রাকষ্ট্যান্ড রোড, শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নেৃত্রকোনা বারহাট্টা উপজেলার এসএসসি পরীক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী মেধাবী ছাত্রী মুক্তি রানী বর্মণকে গত মঙ্গলবার (০২ মে ২০২৩ ইং) নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও ঘাতক আসামী কাউছারের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধনে একাত্মমনা ও সহযোগী সংগঠন হিসেবে মানববন্ধন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন- ০১. বাংলাদেশ হদি ক্ষত্রিয় কল্যাণ পরিষদ, শেরপুর জেলা শাখা, ০২. ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (TWA) শেরপুর জেলা শাখা, ০৩. বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (BDERM) শেরপুর জেলা শাখা, ০৪. বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ শেরপুর জেলা ও শহর শাখা।

উক্ত মানববন্ধন টি শেরপুর আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা (এ্যাসোস) কার্যালয়ের সামনে ট্রাকস্ট্যান্ড রোড সাতানীপাড়া বৌ- বাজারে দুপুর ১২:০০ ঘটিকায় সময়ে অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিশেষ বক্তব্য প্রদান করেন- মুক্তি বিশ্বাস, সভাপতি আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা (এ্যাসোস), আবুল কালাম আজাদ, আহব্বায়ক, জনউদ্যোগ, বাবু তাপস বিশ্বাস, নির্বাহী পরিচালক, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, বাবু বিদ্বান বিশ্বাস, সমন্বয়কারী আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, হিরামন তালাং হেলেনা, সুজয়া ঘাগ্রা, শুভ রতন চাকমা, রতিস তপ্পো- প্রতিনিধি (কাপেং ফাউন্ডেশন) বাবু সুভাষ বিশ্বাস- সভাপতি (বিডিইআরএম) ও সেক্রেটারী TWA, বাবু লিটন দেবসেন।

সভাপতি, বাংলাদেশ হদি ক্ষত্রিয় কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটি, বাবু রাজকুমার সিংহ, সভাপতি, বাংলাদেশ হদি ক্ষত্রিয় কল্যাণ পরিষদ, শেরপুর জেলা শাখা, বাবু সুমন্ত বর্মন, IP felow, IED, বাবু শান্ত রায়, সভাপতি, যুব ঐক্য পরিষদ, শেরপুর জেলা শাখা, বাবু পিপুল সরকার, সভাপতি, যুব ঐক্য পরিষদ, শেরপুর শহর শাখা, বাবু সুদর্শন মারাক, সিনিয়র সহ- সভাপতি, (TWA) শেরপুর সদর উপজেলা।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তারা নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার এসএসসি পরীক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী মেধাবী ছাত্রী মুক্তি রানী বর্মণকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে দ্রুত থেকে দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট, ঘাতক আসামী কাউছারের সর্বোচ্চ শাস্তি দ্রুত বাস্তবায়নের দাবী করেন।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন, আবুল কালাম আজাদ, আহ্বায়ক জনউদ্যোগ, শেরপুর।
মানববন্ধন টি সার্বিক সঞ্চালনায় ছিলেন, বিদ্বান বিশ্বাস (হৃদয়), সমন্বয়কারী, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা (এ্যাসোস), শেরপুর সদর, সাংগঠনিক সম্পাদক (বিডিইআরএম) শেরপুর জেলা শাখা।

Please Share This Post In Your Social Media


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category