সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের সন্দ্বীপে যৌথ বাহিনীর সাথে সংঘর্ষে সেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে ২৯ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রহমতপুর বেড়িবাঁধ এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী ছেনি বাবলু ও তার কয়েকজন সঙ্গী'কে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
নৌ বাহিনীর গাড়ি উপজেলা কমপ্লেক্স এলাকায় আসলে কিছু সন্ত্রাসী আসামি ছিনিয়ে নিতে চেষ্টা করে। নৌ বাহিনীর সদস্য'রা তাদের কে সরে যেতে বললে আসামি ছিনিয়ে নিতে আক্রমণ করে। এতে যৌথ বাহিনীর গণপিটুনি তে পথচারী সহ শতাধিক আহত হয়।
এ ঘটনায় আজিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের শরীফ ৩২ নামের এক কর্মী নৌবাহিনীর পিটুনি তে গুরুত্ব আহত হলে তাকে স্হানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় উপজেলা কমপ্লেক্স এলাকায় উপ্তত হলে সেখানে কারফিউ জারি ও দোকান-পাট বন্ধ জনশূন্য। ঘটনায় ৫ জন আটক রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার