নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- আসন্ন পহেলা নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সহ - সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন শফিকুল ইসলাম শফিক। ২৫ অক্টোবর বিকেলে মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন সাংবাদিকতা একটি উন্নত, মর্যাদাপূর্ণ ও আদর্শ শিল্প, যা সংবাদলিখন বা ‘জার্নালিজম’ নামে পরিচিত। সাংবাদিকতার কর্মক্ষেত্রে তার সম্পূর্ণ স্বাধীনতা ও উদারতা সত্ত্বেও দায়িত্বশীলতা এবং শ্রমসাধ্যতাই বেশি কাম্য। এ শিল্পে পরিপূর্ণ দক্ষতা অর্জন করা নিরন্তর পরিশ্রম এবং গভীর মনোযোগ ছাড়া সম্ভব নয়।
সাংবাদিকতায় দক্ষতা অর্জনের জন্য একজন সাংবাদিককে পাড়ি দিতে হয় অভিজ্ঞতার বহু কণ্টকিত পথ, পাড়ি দিতে হয় চেষ্টা- সাধনার পাথুরে প্রান্তর। কারও দম্ভে- দাপটে দলিত না হয়ে এবং স্বার্থের লাল জালে আবদ্ধ না হয়ে শুধু বাস্তবতাকেই প্রোজ্জ্বল করা একজন সাংবাদিকের নৈতিক-সাহসী দায়িত্ব।
তাই আমি সকল সাংবাদিকদের উদ্দেশ্য করে বলবো সাংবাদিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, কোন রকম বৈরিতা নয় আমি সব সময় সেই কামনাই করি। এবং সকলকে একতাবদ্ধ হওয়ার আহবান জানাই।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার