বনি আমিন (কেরানীগঞ্জ) প্রতিনিধি: কেরানীগঞ্জ মডেল থানায় উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ সহ ৩১০ জন এবং ২০০ জন'কে অজ্ঞাত আসামি করে ৫১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। গত ১৯ জুলাই ২৪ ইং তারিখ বিকাল ৪ টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন সৈকত ফার্মিসীর সামনে পাকা রাস্তার ওপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী'রা আনুমানিক ৫০০ থেকে ৭০০ জন ছাত্র জনতা আন্দোলনরত অবস্থায় ১নং আসামি কেরানীগঞ্জ সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের নির্দেশে ২ নং আসামি আনোয়ার হোসেন আয়নাল এর নেতৃত্বে উল্লেখিত আসামীগণ পুলিশের উপস্থিতিতে হত্যার উদ্দেশ্যে দেশি অগ্নিঅস্ত্র ও বিদেশি পিস্তল সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন'কে দমন করার জন্য এলো পাথালি মারপিট শুরু করে।
ইট পার্টকেল মারে এবং অগ্নি- অস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে ওই সময় উপরের উল্লেখিত আসামিদের ছড়া একটি গুলি রিয়াজ হোসেন (২১) এর মাথার পিছনে লাগে সাথে সাথে মাঠে লুটিয়ে পড়ে। তার শরিরে ভিবিন্ন জায়গায় ইট পার্কেটের আঘাত লাগে পরবর্তী'তে উপস্থিত ছাত্র জনতা তাকে তাৎক্ষণিক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।
১৯ জুলাই ২৪ ইং সন্ধা ৬:৪০ মিনিটে কর্মরত ডাক্তার রিয়াজ'কে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানায় ২৪ শে আগস্ট মোঃ রমজান আলী একটি হত্যা মামলা দায়ের করে বলে জানা যায়।মামলার বিষয়টি নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত খালেদুর রহমান।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার