শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: বাড়িতে সিসি ক্যামেরা দিয়ায় সাবেক মেম্বার ইউনুছ বেপারীকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের সিদ্দিক বেপারী, পল্টু বেপারী, সোহাগ বেপারী, রিফাত বেপারী, আল-আমিন, ফিরোজ বেপারী, বাদল, সহ অজ্ঞাত আরোও কয়কজনের বিরুদ্ধে।
বাঘড়া’র রুদ্রাপাড়া জায়গা জমি সংক্রান্ত বিরোধ ঘটনা রেকট করার জন্য, বৃহস্পতিবার (২ মে) বিকালে নিজ বাসার রাস্তা দিকে সিসি ক্যামেরা ফিট করায়। সিদ্দিক বেপারী গং, সাবেক মেম্বার ইউনুছ বেপারী কে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান ইউনুস বেপারী। এই বিয়য়ে ইউনুস বেপারী শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বেপারী সাংবাদিকদের কে বলেন, রুদ্রপাড়ায় অনেক অঘটন ঘটেছে, আমার বাড়ি রাস্তার পাশে থাকায়, আমি সিসি ক্যামেরা সেট করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।
স্থানীয়রা জানান, উভয়ের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ আছে, যাহা নিয়ে বেশ কয়েকবার গ্রাম্য সালিশি হলেও কোনো সমাধান হয় নাই।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার