মোঃ রুবেল হোসেন, সাভার: সাভারের হেমায়েতপুরের ৩০ বোতল ফেনসিডিলসহ ৪(চার) মাদক কারবারি কে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের একটি দল। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডস্থ ঢাকা- আরিচা মহাসড়কের দক্ষিন পার্শ্বে লালন টাওয়ার সংলগ্ন যমুনা মার্কেটে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
গ্রেফতারকৃত, ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর দক্ষিন শ্যামপুর গ্ৰামের বাবুল মিয়ার ছেলে মোঃ হাসমত আলী (৪৩), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানার ফুলতলা গ্ৰামের আঃ আজিজের ছেলে রফিকুল রানা (৪০), ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী থানার ছোপড়া গ্ৰামের মৃত আঃ রউফের ছেলে ইনতাজুল ইসলাম (২৯), ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী থানার গ্রীলেন্ডপুর গ্ৰামের আঃ করিমের ছেলে মোঃ বুলবুল ইসলাম (৩৮)।
ডিবি জানায়, ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সন্ধ্যায় সাভার থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডস্থ ঢাকা- আরিচা মহাসড়কের দক্ষিন পার্শ্বে লালন টাওয়ার সংলগ্ন যমুনা মার্কেটের এলাকা থেকে ৪ জন মাদক কারবারি'কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সাভার থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ (চার) মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার