বনি আমিন, নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকায় একটি অভিযান পরিচালনা করে, অদ্য ২২ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক ভোর ০৫:৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মামলা নং-১০ (০১) ২০০৬ এর নারী ও শিশু নিযার্তন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) এর ৯ (১) ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং নারী ও শিশু নিযার্তন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭ ধারায় ১৪ (চৌদ্দ) বছর কারাদন্ডে দন্ডিত পলাতক আসামি জহির খান (৩০), পিতাঃ- সুলতান খান, সাং- বাসাইল, থানাঃ- সিরাজদিখান, জেলাঃ- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলা রুজুর পর থেকে নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার