মীর আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ- সরাজগঞ্জে গত ১৩ নভেম্বর ২০২২ ইং তারিখে সকাল ০৬:৩০ মিনিটের সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব- ১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাষ্টারের ভবনের পশ্চিম দিকে রেল লাইন সংলগ্ন মোঃ জয়নাল আবেদীন এর অস্থায়ী মুদি দোকানের দক্ষিণ দিকে নারিকেল গাছের নিচে অভিযান চালিয়ে ২৪৩ (দুইশত তেতাল্লিশ) বোতল ফেন্সিডিল সহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব- ১২। এ সময় তাহাদের নিকট থেকে মাদক- ক্রয় ও বিক্রয়ের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী'রা হলো ১। মোঃ ফারুক হোসেন (২৫), পিতাঃ মোঃ নুরুল ইসলাম, সাং- গেদরা মারাধার, থানাঃ হরিপুর, ২। মোঃ আসাদুজ্জামান (২৭), পিতাঃ মোঃ আইযুব আলী, সাং- চামেম্বরী, থানাঃ ঠাকুরগাঁও, উভয় জেলাঃ ঠাকুরগাঁও।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী'রা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার