সোহাগ আকন, নিজস্ব প্রতিবেদকঃ গত বছর ৯১ পিস ইয়াবা সহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাসান খান। যার সংবাদ বিভিন্ন জাতীয় গণ- মাধ্যমে ঘটা করে প্রকাশিত হয়েছিল। ছাড়া পেয়ে আবার বীরদর্পে ইয়াবা সহ মাদকের ব্যপক সম্রাজ্য গড়ে তুলেছেন এলাকা জুড়ে।
এতে বিপথগামী হচ্ছে এলেকার কিশোর- তরুন- যুবক- বৃদ্ধসহ সকল স্তরের মানুষ। যত্রতত্র মাদকের অপ- ব্যবহার ছড়িয়ে পড়ছে আনাচে কানাচে। রাস্তা ঘাটে মাদকের আড্ডার কারণে এলাকার ছেলেমেয়ে, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব বয়সী নারী পুরুষের জন্য একটা হুমকি হয়ে দাড়িয়েছে।
জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা যুবলীগের জয়েন সেক্রেটারি আসলাম খান রাশেদের ছত্রছায়ায় মাদকের বিশাল সম্রাজ্য গড়ে তুলেছেন হাসান খান ও তার মেয়ে শিল্পী আক্তার। আর তাকে সহযোগিতা করছেন আসিফ নামক এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতা। রাজনীতির আড়ালে তারা এলাকায় নির্বিঘ্নে মাদকের জাল ছড়িয়ে এলাকার কিশোর- যুবক- বৃদ্ধ সবাইকে মাদকাসক্ত বানিয়ে রমরমা ব্যবসায়ি বনে গেছেন রাতারাতি।
সংরক্ষিত মহিলা মেম্বার এবং ক্ষমতাশীন দলের প্রভাবশালী নেতা হওয়ার সুবাদে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে পার পেয়ে যাচ্ছেন হাসান, শিল্পী, আসলাম ও আসিফ সহ আরো অনেকে। প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে ও সাহস পায় না।
এ ব্যাপারে রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সাংবাদিকদেরকে বলেন, তারা এলাকায় মাদক ছড়িয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এর বিরুদ্ধে প্রশাসন এখনই ব্যবস্থা না নিলে পরিবেশের মারাত্মক বিপর্যয়ের সমুহ সম্ভাবনা রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার