মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি'কে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গত সোমবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গোয়ালবাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তের একটি টিম।
এসময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে সিরাজদিখান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করে পুলিশ। সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের বাসিন্দা কামালের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান, উপজেলার রশুনিয়া ইউনিয়নের অন্তর্গত গোয়ালবাড়ী মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে রাব্বি নামে এক মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত।
পরে সিরাজদিখান থানায় সোপর্দ করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার