সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ- মুন্সিগঞ্জের সিরাজদিখানে ব্যাটারী চালিত অটোরিকশার সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহতসহ ৪ জন আহত হয়েছে। শুক্রবার ৩০ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে সিরাজদিখান- নিমতলা সড়কের রশুনিয়া ব্র্যাক অফিস সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত অটো চালক সিরাজখান গ্রামের ফজল শেখের ছেলে সজিব (২২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। প্রাইভেটকারের চালকসহ অন্যান্য আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সিরাজদিখান থানার এএসআই মোঃ রিপন জানান, শুক্রবার রাত ৮ টার দিকে সিরাজদিখান গামী একটি ব্যাটারী চালিত অটোরিকশা সিরাজদিখান- নিমতলা সড়কের রশুনিয়া ব্র্যাক অফিস সংলগ্ন মোড় অতিক্রম করা সময় ঢাকা গামী একটি উচ্চ গতি সম্পন্ন প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটো চালক গুরুত্ব আহতসহ প্রাইভেটকারের চালকসহ প্রাইভেটকারের ভিতরে থাকা ৫ ব্যক্তির মধ্য ৩ ব্যক্তি আহত হয়। অটো চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।#
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার