ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি কাসুয়া খেরবস্তি এলাকায় সীমান্তে অবৈধ ভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম কালে বিজিবি টহলদল মো: আল- হাসান (২৪) নামে এক যুবক'কে আটক করে। সম্প্রতি গত ৩০ নভেম্বর শনিবার দুপুরে ৫০ বিজিবির অধীনস্থ নাগর ভিটা বিওপির টহল দল তাকে আটক করে বলে জানা যায়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ঐ দিন দুপুরে নাগর ভিটা সীমান্তের দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত পিলার ৩৭৭/২- এস এর নিকট দিয়ে অবৈধ ভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম কালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের কাসুয়া খেরবস্তি নামক স্থান হতে সন্দেহ ভাজন ঐ ব্যক্তি'কে আটক করে বিজিবির একটি টহলদল।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, মাদারীপুর জেলার সদর থানার দত্তের হাট গ্রামের আ: হালিম ফারাজীর ছেলে আল- হাসান। পরবর্তিতে তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ সাঈদুর রহমান রিমন। প্রকাশক ও সম্পাদক ফয়সাল হাওলাদার। বার্তা- সম্পাদক জুয়েল খন্দকার। প্রধান কার্যালয়ঃ- ৩৮/১ আরামবাগ.(মতিঝিল) ঢাকা-১০০০। ইমেলঃ- bdccrimebarta@gmail.com, মোবাঃ ০১৭৩২৩৭৯৯৮২
ইপেপার